এতদ্বারা অর্পণ ফাউন্ডেশন, বাংলাদেশ এর সকল স্বেচ্ছাসেবক, রক্তদাতা, শুভাকাঙ্খী, সেবা গ্রহণকারী এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্পণ ফাউন্ডেশন, বাংলাদেশ একটি সম্পূর্ণ অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অর্পণ ফাউন্ডেশন এর একটি অন্যতম সেবামূলক কার্যক্রম। রক্তদান কিংবা রক্তদাতা ম্যানেজ করে দেয়া সহ যে কোন ধরণের সেবার বিনিময়ে অর্পণ ফাউন্ডেশন কোন প্রকার আর্থিক লেনদেন করে না। যে কোন সাধারণ মানুষ অর্পণ ফাউন্ডেশন থেকে বিনামূল্যে বিভিন্ন ধরণের সেবা পেয়ে থাকেন, এতে কোন আর্থিক লেনদেন এর প্রয়োজন নেই।
.
কিন্তু ইদানীং কিছু প্রতারণা চক্র অর্পণ ফাউন্ডেশন এবং সংগঠন এর কয়েকজন স্বেচ্ছাসেককের নাম করে বিভিন্ন রোগী এবং সেবা প্রার্থীদের কাছ থেকে মোবাইলে যোগাযোগ করে অর্থ দাবী করছে যা আমাদের ভাবমূর্তি নষ্ট করছে।
অতএব, সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ভবিষ্যতে এ রকম কোন প্রকার অভিযোগ আসলে আমাদের অভিহিত করবেন। অসাবধানতাবশত কেউ কোন প্রতারণার শিকার হলে অর্পণ ফাউন্ডেশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
