আলহামদুলিল্লাহ!
অবশেষে করোনা দুর্যোগের সময়ের মধ্যেই ৩০তম রক্তদান সম্পন্ন করলেন অর্পণ ফাউন্ডেশন এর সভাপতি “ইমন চৌধুরী”
ঢাকার এপোলো হাসপাতালে এক বাবাকে ওপেন হার্ট সার্জারির জন্য রক্তদানের মাধ্যমে ৩০তম রক্তদান সম্পন্ন করলেন।
রক্তের গ্রুপ : #এ_নেগেটিভ (A-ve)
সবাই রোগির জন্য দোয়া করবেন।
রক্তদানের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন,
৩০তম রক্তদানের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। কয়েকদিন আগে রাত ২টায় হঠাৎ একটা স্ট্যাটাস চোখে পড়লো। এক সিজারের রোগির জন্য জরুরিভাবে রাতেই ২ব্যাগ A-ve রক্ত লাগবে। আমি রোগির আত্মীয়কে কল দিলাম, বললেন রাতে একজনকে পেয়েছে সকালে ভোরে লাগতে পারে। পরে সকালে ভোরে সেই রোগিকে রক্ত দিতে রওনা হলাম, কিন্তু অল্প কিছু পথ যেতেই ফোন আসলো। আপাতত লাগছে না। পরে ১ দিন অপেক্ষা করলাম। সেই রোগির আর রক্ত লাগেনি।
এরপর আজ অবশেষে এপোলো হাসপাতালে এসে রক্ত দিলাম।
রক্ত দিন, জীবন বাঁচান।